সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যা, পলাতক ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যা, পলাতক ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যা, পলাতক ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যা, পলাতক ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জে নিজের মাকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর মামলার নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামের এক আসামিকে ২০ মাস পর গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

গ্রেপ্তারকৃত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার এ তথ্য জানান।

ওসি শ্যামল কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর শহরে অভিযান চালিয়ে নিয়নকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মাকে হত্যার দায় স্বীকার করেছেন। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বরাদ দিয়ে ওসি আরও জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাড়ী থেকে রাশিদা খানম (৬৫) নামে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এরপর থেকেই নিয়ন পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply