মহানগরীতে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

মহানগরীতে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

মহানগরীতে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন
মহানগরীতে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতালা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েট সীমানার প্রাচীর পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে।

রবিবার সকালে নর্দানের মোড় (রুয়েট সীমানার প্রাচীর) থেকে এই কার্পেটিং কাজ শুরু হয়েছে।

রবিবার (২ জানুয়ারী) দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান দেখেন এবং সার্বিক বিষয় খোঁজখবর নেন মেয়র মহোদয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোকাম্মেল আলী, উপ-প্রকৌশলী মোঃ আলমতি শাহাফুদ্দিন, কার্য-সহাকরী মোঃ সানোয়ারুল ইসলাম, কার্য-সহকারী প্রবির কুমার দাস, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজ’ এর কর্ণধার তৌরিদ-আল-মাসুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতালা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েট সীমানার প্রাচীর পর্যন্ত ২১০০ মিটার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply