মসজিদুল হারামে তিল ধারণের ঠাঁই নেই

মসজিদুল হারামে তিল ধারণের ঠাঁই নেই

মসজিদুল হারামে তিল ধারণের ঠাঁই নেই
মসজিদুল হারামে তিল ধারণের ঠাঁই নেই

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধকল কাটিয়ে আগের রূপে ফিরেছে পবিত্র নগরী মক্কা।ওমরাহ পালনে শহরটিতে ঢল নেমেছে লাখো মুসল্লির। আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পাওয়ায় সন্তুষ্ট বাংলাদেশিরাও।

পবিত্র রমজানে মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। করোনা মহামারির কারণে দুই বছরের বেশি সময় পর ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় মসজিদুল হারামে তিল ধারণের ঠাঁই নেই। গত সপ্তারের চেয়েও এ সপ্তাহে বেড়েছে মুসল্লির ভিড়।

রমজান মাসে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসল্লিদের ঢল নেমেছে মক্কা ও মদিনায়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই ওমরাহ পালনে যাচ্ছে অসংখ্য মানুষ।

মুসল্লিদের চাপ বাড়ায় নানা ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। পবিত্র কাবা চত্বরের ভিড় এড়াতে ইতেমারনা ও তায়াওক্কালনা অ্যাপের মাধ্যমে করতে হয় আবেদন। অনুমতি ছাড়া মক্কায় তাওয়াফ ও মদিনায় জিয়ারত করলে গুনতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা। এ ছাড়াও মদিনায় মসজিদে নববিতে রওজা জিয়ারতে ৫ বছরের নিচে কেউ প্রবেশ করতে পারবে না।

এদিকে, এবারের হজে ১০ লাখের বেশি মুসল্লির অংশ নেওয়ার কথা রয়েছে। এ মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেবেন প্রায় ৫৮ হাজার। সুষ্ঠুভাবে হজ পালনে আগে থেকেই নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply