রাজশাহীতে চালক-হেলপারদের নিয়ে পুলিশের কর্মশালা

রাজশাহীতে চালক-হেলপারদের নিয়ে পুলিশের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও হেলপারদের নিয়ে সচেতনাতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা সংলগ্ন ট্রাফিক অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আরএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা।

কর্মশালায় বক্তব্য রাখেন, টি.আই মোঃ মোফাক্কারুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম ও সার্জেন্ট মোঃ তহিদুল ইসলাম। এসময় শতাধীক চালক ও হেলপার উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও হেলপারদের সচেতন করার লক্ষ্যে মটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন ও দুর্ঘটনা রোধে চালকদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, আপনারা শুধুমাত্র বাস স্টপেজ ছাড়া যাত্রী উঠানামা করবেন না, বাস স্টপেজ ছাড়া গাড়ির দরজা খুলবেন না এবং যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন বলেও জানান তিনি।

মতিহার বার্তা ডট কম ০১ এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply