প্রতি ঘণ্টায় ১৬৫ কিমি গতিতে বইল হাওয়া, লণ্ডভণ্ড সব

প্রতি ঘণ্টায় ১৬৫ কিমি গতিতে বইল হাওয়া, লণ্ডভণ্ড সব

প্রতি ঘণ্টায় ১৬৫ কিমি গতিতে বইল হাওয়া, লণ্ডভণ্ড সব
প্রতি ঘণ্টায় ১৬৫ কিমি গতিতে বইল হাওয়া, লণ্ডভণ্ড সব

আন্তর্জাতিক ডেস্ক : তুফানে বিপর্যস্ত জনজীবন৷ হ্যারিকেন আগাথার কারণে বন্যায় বিভিন্ন এলাকায় ভূমি ধ্বস হয়েছে৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ি অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে৷ এবং ২০ জন নিখোঁজ হয়েছে৷

দখিনের শহর ওক্সাকার গর্ভনর জানিয়েছেন , আগাথা -র প্রভাবে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া প্রবাহিত হয়েছে ৷ হুআতুল্কোর রিসর্টের কাছে ৩ টি বাচ্চা নিখোঁজ হওয়ার খবর এসেছে ৷

ইউএস ন্যাশানাল হ্যারিকেন সেন্টারের খবর অনুযায়ি মেক্সিকোতে ৭৩ বছর বাদে এইরকম ভয়ানক তুফান এল৷ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে৷ নিখোঁজ মানুষদের খোঁজ চলছে৷

তুফানের কারণে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয় নিরাপত্তা সংক্রান্ত কারণে ৷ মৌসম বিভাগের মতে এটা এ মরশুমে প্রশান্ত মহাসাগরে প্রথম হ্যারিকেন ৷

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply