শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
কিডনিতে পাথর জমেছে? চিকিৎসার পাশাপাশি কোন ঘরোয়া টোটকা কাজে দিতে পারে

কিডনিতে পাথর জমেছে? চিকিৎসার পাশাপাশি কোন ঘরোয়া টোটকা কাজে দিতে পারে

কিডনিতে পাথর জমেছে? চিকিৎসার পাশাপাশি কোন ঘরোয়া টোটকা কাজে দিতে পারে
কিডনিতে পাথর জমেছে? চিকিৎসার পাশাপাশি কোন ঘরোয়া টোটকা কাজে দিতে পারে

মিজানুর রহমান টনি: কিডনির অসুখে খাওয়াদাওয়ার বিষয়ে বেশ সচেতন থাকতে হয়। ঠিক কতটা জল খাবেন— সেই বিষয়েও চলে আসে নানা বিধিনিষেধ। তবে কী রাখবেন ডায়েটে?

কিডনির অসুখ ধরা পড়ে অনেকটা দেরিতে। অনেক ক্ষেত্রেই একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে। ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকেই আঁচ করা যায় না। প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে পর্যন্ত সে সম্পর্কে খুব একটা সচেতন হই না আমরা। কিডনির অসুখে খাওয়াদাওয়ার বিষয়ে বেশ সচেতন থাকতে হয়। ঠিক কতটা জল খাবেন— সেই বিষয়েও চলে আসে নানা বিধিনিষেধ।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, কিডনিতে পাথর, প্রস্রাবে সঙ্গে প্রোটিন বেরোনো, শরীরে ইউরিয়ার মাত্রা বেড়ে যাওয়া— কিডনিতে টক্সিন জমার ফলেই শরীরে এই সব সমস্যা শুরু হয়। আগে থেকেই সতর্ক না হলে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। খাদ্যাভাসে কিছু বদল আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেখে নিন কিডনির রোগ ঠেকাতে ডায়েটে কী কী রাখতে পারেন।

আদা

শরীর থেকে টক্সিন বার করে দিতে সাহায্য করে আদা। নিয়মিত আদা খেলে আপনি উপকার পাবেন। কিডনি ও লিভারের সমস্যা দূর করতে এই পন্থা কাজে লাগাতেই পারেন।

ত্রিফলা

আমলকি, হরিতকি এবং বহেরা— এই তিন ফল শুকিয়ে তাদের চূর্ণ একসঙ্গে মিশিয়ে তৈরি হয় ত্রিফলার মিশ্রণ। নিয়মিত ত্রিফলা ভেজানো জল খেলে কিডনির কার্যকারিতা বাড়ে। কিডনিতে পাথর জমলেও মিশ্রণ খেলে উপকার পেতে পারেন।

হলুদ

নিয়মিত কাঁচা হলুদ ও মধু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভাল। এর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণাগুণ কিডনিতে সংক্রমণ, মূত্রনালিতে সংক্রমণ ঠেকাতে বেশ উপকারী।

ধনে

কিডনির সংক্রমণ দূর করতে রোজের খাবারে গোটা ধনে রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ধনে খেলে ঘন ঘন প্রস্রাব পায়। তাই শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। কিডনিতে পাথর জমলে গোটা ধনে ভেজানো জল খেলেও বেশ উপকার পাওয়া যায়।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply