বিজিবির বিরুদ্ধে করা গ্রামবাসীর মামলা খারিজ, ন্যায় বিচার থেকে বঞ্চি “আইনজীবি

বিজিবির বিরুদ্ধে করা গ্রামবাসীর মামলা খারিজ, ন্যায় বিচার থেকে বঞ্চি “আইনজীবি

মতিহার বার্তা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় গ্রামবাসীর করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হরিপুর আমলি আদালতের বিচারক আরিফুর রহমান এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই রায়ে গ্রামবাসী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি গ্রামবাসী ন্যায় বিচার পাবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে গরু নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে তিনজন গ্রামবাসী নিহত হন। এ ঘটনায় নিহতদের স্বজনরা বাদী হয়ে বিজিবির বিরুদ্ধে মামলা করেন।

মতিহার বার্তা ডট কম  ১১ এপ্রিল  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply