রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ৩৫৮ শিশু নিহত

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ৩৫৮ শিশু নিহত

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ৩৫৮ শিশু নিহত
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেনে এখন পর্যন্ত অন্তত ৩৫৮ জন শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬৮৪ জনের বেশি শিশু। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এই তথ্য জানিয়েছে। রবিবার (২৪ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই পরিসংখ্যান চূড়ান্ত নয় বলে দেশটির কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

কার্যালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাশিয়ার বোমাবর্ষণে ইউক্রেনের দুই হাজার ১৮৮ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ২২১টি ধ্বংস হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

মতিহার বার্তা / এ এম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply