চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় জুয়েল রানা (৩১) নামে এক পেয়ারা ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৫ অক্টোম্বর) ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর (কুইচাঁ গাঁড়া) এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনাম মোল্লাহ বলেন, জুয়েল রানা ভোর ৬টার দিকে নাচোল উপজেলায় তার পেয়ারা বাগানে যাচ্ছিলেন। এসময় একদল ডাকাত তার পথরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ বলেন, মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। হামলাকারী ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে রাতে পুলিশের টহল দল থাকলেও প্রায় ডাকাতির ঘটনা ঘটে। কিছু ডাকাত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে গেলেও জামিনে ছাড়া পেয়ে ফের ডাকাতিতে জড়িয়ে পড়ছেন। এজন্য সন্ধ্যার পর ওই সড়কে মানুষের আনাগোনা কম থাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply