শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
মা’কে ঘরবন্দি করে পুড়িয়ে মারল ছেলে

মা’কে ঘরবন্দি করে পুড়িয়ে মারল ছেলে

মা’কে ঘরবন্দি করে পুড়িয়ে মারল ছেলে
মা’কে ঘরবন্দি করে পুড়িয়ে মারল ছেলে

সুমাইয়া তাবাসুম: পোষ্য বাজপাখিকে মেরে ফেলেছিলেন মা। সেই রাগে মা’কে ঘরবন্দি করে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বিজয়নগর গ্রামে। মৃতের নাম সাবিত্রী বিশ্বাস (৩৮)। রবিবার সকালে গোসাবা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অভিযুক্ত ভোলানাথ বিশ্বাসকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিত্রী তাঁর ছেলেকে নিয়ে একাই বাড়িতে বসবাস করতেন। তাঁর স্বামী অন্য এক মহিলার সঙ্গে বর্তমানে কলকাতায় থাকেন। সম্প্রতি ভোলানাথ বাড়িতে একটি বাজপাখি পুষেছিল। ছেলের এমন কার্যকলাপ মোটেই পছন্দ ছিল না সাবিত্রী দেবীর। সেই পাখি নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই বচসা হতো বলে দাবি প্রতিবেশীদের।

অভিযোগ, শনিবার রাতে ছেলের অবর্তমানে পাখিটিকে মেরে ফেলেন সাবিত্রী দেবী। এরপর রাতে ভোলানাথ বাড়ি ফিরে দেখেন, তাঁর পোষ্য বাজপাখি মৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রিয় পোষ্যের মৃত্যুতে মাথায় খুন চেপে যায় ভোলানাথের। আচমকা নিজের মা’কে বেধড়ক মারধর করতে শুরু করে। এরপরে ঘরের দরজা বন্ধ করে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বন্ধ অবস্থায় ঘরের মধ্যেই পুড়িয়ে মারা যান ওই মহিলা।

এরপরই পালিয়ে যায় ভোলানাথ। রবিরার সকালে এই ঘটনার কথা এলাকায় চাউর হয়ে যায়। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপরই গ্রামে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত ভোলানাথকে। তবে এখনও অবধি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply