অপরিকল্পিত বালু উত্তোলনে পদ্মায় ভাঙন, বিপাকে কৃষক

অপরিকল্পিত বালু উত্তোলনে পদ্মায় ভাঙন, বিপাকে কৃষক

অপরিকল্পিত বালু উত্তোলনে পদ্মায় ভাঙন, বিপাকে কৃষক
অপরিকল্পিত বালু উত্তোলনে পদ্মায় ভাঙন, বিপাকে কৃষক

অনলাইন ডেস্ক: পাবনা সদর, ঈশ্বরদী, সুজানগরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পদ্মায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে বিপাকে পড়েছেন নদী পাড়ের শত শত কৃষক; ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি।

জানা গেছে,পদ্মায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে চরের শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কৃষি জমি যেমন কমছে; তেমনি কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। বেশি ক্ষতি হয়েছে পাবনা সুজানগর উপজেলার সাতবাড়ীয়া রায়পুর, উদয়পুর, নাজিরগঞ্জ, ভায়না, লক্ষীপুর, চালদা, চরতারাপুর, চরমানিকদীর, চরবিশ্বনাথপুর এলাকায়।

পাবনা জেলা প্রশাসকের পক্ষ থেকে জরিপ (হাইডোগ্রাফি সার্ভে) না করেই বালু মহল ইজারা দেয়া হয়; যার ফলে একটি নির্দিষ্ট জায়গা ইজারা নিলেও তার থেকে বিশ কিলোমিটার দূরে ফসলি জমির কাছে বালু উত্তোলন করা হচ্ছে। ভুক্তভোগী কৃষকরা বার বার মানববন্ধন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন জায়গায় ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

এ দিকে পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, স্থাপনা বা ফসলি জমির ১/২ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলনের কোনো সুযোগ নাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply