মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়তে দেয়া হবেনা : আ’লীগ নেতা ডাবলু সরকার

মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়তে দেয়া হবেনা : আ’লীগ নেতা ডাবলু সরকার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ২৪ নং ওয়ার্ডের আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে ঝরে পড়বেনা না। যে সকল মেধাবী শিক্ষার্থীরা আর্থিক অনটনের কারনে লেখাপাড়া করতে পারবে না তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে নগরীর হাদীর মোড় এলাকায় ওই ওয়ার্ডের তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এক বছরের শিক্ষার খরচ প্রদানকালে এসব কথা বলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

তিনি বলেন, টাকার অভাবে মেধাবী শিক্ষার্থীরা ঝড়ে পড়তে পারে না। কারন একদিন মেধাবীরাই তাদের যোগ্যতায় সোনার বাংলা গড়বে। তাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের সোনার মানুষ।

আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম.এ করিম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময়, বাজে কাজলা আনন্দ স্কুলের ৫ম শ্রেণীর প্রথম শিক্ষার্থী মোসাঃ মেঘলা খাতুন, খাদেমুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর দ্বিতীয় শিক্ষার্থী মোঃ সিয়াম ইসলাম, হয়রত খাজা শাহ সুফি (র) বিদ্যালয়ের ৯ম শ্রেণীর দ্বিতীয় শিক্ষার্থী মোঃ সালিন ইসরাইল, জল ফল্যান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর প্রথম শিক্ষার্থী মোসাঃ সিমরান আখতার বর্ষা, খাদেমুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ম শ্রেণীর দ্বিতীয় শিক্ষার্থী মোঃ রফিকল ইসলাম ও জাতীয় তরুণ সংঘ একাডেমির ৭ম শ্রেণীর প্রথম শিক্ষার্থী মোঃ আহসান হাবিব সিয়ামের জন্য ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম.এ করিম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের হাতে এক বছরের শিক্ষার আর্থিক খরচ তুলে দেন তিনি।

এর আগে গত (৩০ মার্চ) শুক্রবার রাতে ২৪ নং ওয়ার্ডে জান্নাতুল বাকি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ২৪ নং ওয়ার্ডের মেধাবী শিক্ষার্থীদের লেখা-পড়ার সকল দায়িত্ব নেয়ার কথা বলেছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবার তিনি ২৪ নং ওয়ার্ডের ৬জন শিক্ষার্থীর জন্য এক বছরের শিক্ষার আর্থিক খরচ প্রদান করেন।

এছাড়াও (৭ ফেব্রুয়ারী) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পাঠানপাড়া এলাকার পিকআপ ভ্যান চালক মোঃ খন্দকার হফিজুর রহমান ও নাজনীন বেগমের কণ্যা শারীরিক প্রতিবন্ধী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্রী মোসাঃ রাজিয়া সুলতানা রুমকির লেখাপড়ার সকল দায়িত্ব নেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। 

মতিহার বার্তা ডট কম৩০ এপ্রিল ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply