একাধিক রকেট লঞ্চার ছুঁড়লেন কিম, ক্ষুব্ধ ওয়াশিংটন

একাধিক রকেট লঞ্চার ছুঁড়লেন কিম, ক্ষুব্ধ ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করেছিল তিনি আশা করেন ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রপরীক্ষা বিরতির রাস্তায় হাঁটবে উত্তর কোরিয়া৷ কিমের দেশ সেকথা রেখেছিল৷ কিন্তু সময় বদলায়৷ মার্কিনী দাদাগিরিতে ক্ষুব্ধ পিয়ংইয়ং ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার রাস্তায় হাঁটে৷ কিম-ট্রাম্প মধুচন্দ্রিমা কেটে গিয়ে, শুরু হয় দুদেশের টানাপোড়েন৷

সেই পথে হেঁটেই রবিবার একাধিক রকেট লঞ্চার পরীক্ষা করল উত্তর কোরিয়া৷ সেদেশে স্টেট মিডিয়া এই খবরের সত্যতা স্বীকার করেছে৷ দূরপাল্লার এই একাধিক রকেটলঞ্চার ও ট্যাকটিক্যাল গাইডেড অস্ত্র পরীক্ষার পর সরকারি ভাবে বিবৃতি দেওয়া হয়৷ বলা হয় উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে সমুদ্র বরাবর এই পরীক্ষা চালানো হয়েছে৷ যার নেতৃত্বে ছিলেন স্বয়ং কিম৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে জাপান সাগরে এই পরীক্ষা চালিয়েছে কিমের দেশ৷দেশের নিরাপত্তার স্বার্থেই ও জাতীয় সুরক্ষাকে মজবুত করতেই এই অস্ত্র ও রকেট লঞ্চার পরীক্ষা বলে জানা গিয়েছে৷ আমেরিকার সঙ্গে সম্পর্ক দানা বাঁধেনি৷ তাই বিকল্পের খোঁজে রাশিয়া মুখী হয়েছিলেন উত্তর কোরিয়া প্রধান কিম জং উন৷ সেই সম্পর্কের নয়া রসায়ন দেখেছিল দুনিয়া৷

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের কার্যকলাপ টিকিয়ে রাখার প্রতিশ্রুতি আদায়ই লক্ষ্য ছিল কিমের৷ অন্যদিকে আমেরিকার সঙ্গে ক্ষমতার মেরুকরণের যুদ্ধে দল ভারি করা লক্ষ্য ছিল রাশিয়ার৷ রাশিয়াকে পাশে রেখে কিমের এই শক্তি প্রদর্শন আরও সহজ হয়েছে বলেই রাজনৈতিক মহলের মত৷ পরোক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়াই যে কিমের রাশিয়া সফরের প্রধান উদ্দ্যেশ্য ছিল, সেটা বলাই বাহুল্য৷ তার ফলও পাওয়া গেল হাতে নাতে৷

এদিকে, শনিবার ফের অস্ত্র পরীক্ষা করল কিমের উত্তর কোরিয়া৷ ওয়ানসানের পূর্ব উপকূলীয় শহর থেকে একটি শর্ট রেঞ্জের মিসাইল পরীক্ষা করা হয় বলে জানান সাউথ কোরিয়ান জয়েন্ট চিফস্ অব স্টাফসবা জেসিএস৷

স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯.০৬ মিনিট নাগাদ পূর্বের দিকে মিসাইলটি লঞ্চ করা হয়৷ আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া এই মিসাইলটি নিয়ে আরও তথ্য অনুসন্ধানে নেমেছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম৷

প্রসঙ্গত, আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে নিরস্ত্রীকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, আর তারই মধ্যে দ্বিতীয়বার মিসাইল পরীক্ষায় নামল উত্তর কোরিয়া৷ ফেব্রুয়ারিতে কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ভিয়েতনামের হানোইয়ে কথাবার্তা হয়৷ সূত্র:কলকাতা ২৪x৭

মতিহার বার্তা ডট কম  ০৫  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply