রাজশাহীর কাচা বাজারে মনিটরিং, ভ্রাম্যমান আদালতের অভিযান

রাজশাহীর কাচা বাজারে মনিটরিং, ভ্রাম্যমান আদালতের অভিযান

ফাইল ফটো

নিজেস্ব প্রতিবেদক: রমজান বেশি চাহিদা এমন পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেছে প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদলতের নেতৃত্ব দেন, রাজশাহী জেলার সহকারী কমিশানর ও নির্বাহী ম্যজিস্ট্রেট রণী খাতুন।

এসময় নগরীর সাহেব বাজার কাঁচা বাজার, মাছের বাজার, মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করলেও এসময় কোন ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। নির্বাহী ম্যজিস্ট্রেট রণী খাতুন বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে ও ভোক্তাদের স্বার্থে রাজশাহীতে রমজান জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বাজার পর্যক্ষেণের পাশাপাশি ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিচ্ছি। তাদের যে বিষয়গুলো জানা নেই সেগুলো তাদের জানানো হচ্ছে। মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখার বিষয়টিসহ ব্যবসায়ীদের কর্তব্যের বিষয়গুলো মনে করিয়ে দেয়া হচ্ছে। তাদের অনিয়মগুলো আমরা দেখিয়ে দিচ্ছি ও এর বিপরীতে তাদের বিরুদ্ধে শান্তির বিধানগুলোও জানিয়ে দেয়া হচ্ছে।

তিনি অসৎ ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, আগামী দিনগুলোতে আমরা আর কাওকে সতর্ক করবো না। স্থানীয় বাজারগুলোতে অনিয়ম পেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ভ্রাম্যমাণ আদালত।

মতিহার বার্তা ডট কম  ০৭   মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply