উড়ে আসছে রক্তখেকো মাছির দল, তাদের হামলায় দিশেহারা পুলিশ !

উড়ে আসছে রক্তখেকো মাছির দল, তাদের হামলায় দিশেহারা পুলিশ !

আন্তর্জাতিক ডেস্ক : হামলা করছে রক্তখেকো মাছির দল৷ সেই হামলায় দিশেহারা পুলিশ৷ শেষ পর্যন্ত এমন হল যে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি পুলিশ থানার একাংশ বন্ধ করে দেয়া হয়েছে। এই খবর জানাচ্ছে বিবিসি, গার্ডিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম৷

রিপোর্টে বলা হয়েছে, প্যারিসের আঁরোডসমা এলাকার থানায় হামলা চালাচ্ছে রক্তখেকো মাছিরা৷ তাই সেখানে জনসাধারণের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। আর থানায় কাজ করা পুলিশ কর্মীরা পড়েছেন বিপাকে৷ তারা দাবি করেছেন এই পতঙ্গের হাত থেকে বাঁচার জন্য ওষুধ দেওয়া হোক। মাছির কারণে কর্মকর্তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না।

প্যারিসের টিভি বিএফএমটিভি জানিয়েছে, ফ্লি মাছি হামলা চালাচ্ছে সেটি প্রথম জানা যায় ওই থানার হাজতে থাকা বন্দিদের কাছ থেকে। গত তিন সপ্তাহ ধরে এই উৎপাত সহ্য করেছেন পুলিশকর্মীরা৷ তবে কেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ সেটা নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে৷

জানা গিয়েছে প্রথমে থানায় ঢুকলেও রক্ত পান করা ফ্লি মাছিদের দল এখন ছড়িয়ে পড়ছে আসে পাশে থাকা পুলিশ কর্মকর্তাদের বাড়িতেও।তাদের পরিবারের সদস্যরা এখন মাছির কামড় খাচ্ছে।

ফ্লি রক্তপান করেই বেঁচে থাকে৷ এদের প্রাদুর্ভাব আগেও হয়েছে৷ কখনো সেই হামলা বড় আকার নেয়৷ এর জেরে ছড়িয়েছে মহামারি৷ যে হারে ফ্লি বাড়ছে তাতে চিন্তিত স্থানীয় বাসিন্দারা৷

মতিহার বার্তা ডট কম  ০৮  মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply