ডাক্তার হওয়ার স্বপ্ন পুরোন হলোনা সাজিদের, ডুবলো রাজশাহীর পদ্মায়

ডাক্তার হওয়ার স্বপ্ন পুরোন হলোনা সাজিদের, ডুবলো রাজশাহীর পদ্মায়

নিজস্ব প্রতিবেদক: সেবার মনোভাব নিয়েই ডাক্তার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন ডুবে গেলো পদ্মা নদীর জলে। যেনো সব স্বপ্ন এক নিমিষেই ফিকে হয়ে গেলো। ভাল শিক্ষার্থী হওয়ার সুবাদে স্বজনদের ইচ্ছে ডাক্তার হওয়া। স্বপ্ন স্বপ্নই থেকে গেলো পরিবারের।

বলছিলাম রাজশাহীর পুঠিয়ার পিএন উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল সাজিদ হোসেন (১৮) নামের এক শিক্ষার্থী।

আজ রোববার দুপুর ১২টার দিকে নগরীর পাঠানপাড়া এলাকায় পদ্মায় গোসল করতে সাজিদ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী সাজিদের মামাতো ভাই ফিরোজ আহমেদ জানান, সাজিদ অনেক ভাল শিক্ষার্থী ছিলো। পরিবার ও তার স্বপ্ন ছিলো ডাক্তার হওয়ার। সেই সুবাদে রাজশাহীতে সাজিদ এসেছিলো মেডিকেল কোচিংয়ে পড়তে। সহপাঠীদের সঙ্গে পদ্মায় বেড়াতে গিয়ে গোসল করতে নেমে তুলিয়ে যায়। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদাৎ হোসেন খান বলেন, মরদেহ রামেক হাসপাতালে রয়েছে।

মতিহার বার্তা ডট কম ১৯   মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply