পুঠিয়া নন্দনপুর স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’ সাময়িক বরখাস্ত

পুঠিয়া নন্দনপুর স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’ সাময়িক বরখাস্ত

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের কারণে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। সেই অনিয়মের তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সভায়।

ম্যানেজিং কমিটির সদস্য আজিজুল ইসলাম জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের গত ২৬ মে রবিবার দুপুর ২টার দিকে ম্যানেজিং কমিটির এক সভায় সভাপতি সৈয়দ মোসাদ্দেক আহমেদ এর উপস্থিতিতে বিভিন্ন অনিয়মের কারণে প্রধান শিক্ষক মোঃ আফরোজ হোসেন কে সাময়িক ব বরখাস্ত করা হয়।

২৮মে মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। সেই সভায় প্রধান শিক্ষক টাল-বাহানার মাধ্যমে উপস্থিত হয়নি। সেই অনিয়মের বরখাস্ত জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সভায়।

সেখানে উল্লেখ করা হয়েছে, গত ২৭ মে ২০১৭ সাল থেকে এই পর্যন্ত স্কুলের আয়-ব্যায় এর হিসাব দাখিল না করায় ১৯ মার্চ ৭ কমর্-দিবসের মধ্যে হিসাব দাখিলের জন্য প্রধান শিক্ষককে শো-কোজ করেন। কিন্তু তিনি শো-কোজের কোন জবাব ম্যানেজিং কমিটিকে জানাননি।

মতিহার বার্তা ডট কম  ৩০ মে ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply