গোদাগাড়ি প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে সেলিনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী। এ ঘটনায় সেলিনার ছেলে আবদুস সালেকের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত আবদুস সালেক। গত রাতে নেশার জন্য সালেক মায়ের কাছে টাকা দাবি করেন।
কিন্তু তাঁর মা সে সময় টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সালেক সেলিনার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় বাড়িতে মা ও ছেলে ছাড়া আর কেউ ছিল না বলে জানান ওসি।
ওসি আরো জানান, ঘটনার পর সালেক মায়ের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচারের জন্য লাশের গলায় রশি পেঁচিয়ে শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও নিহতের পুরো শরীর মেঝেতেই পড়ে ছিল। এ ছাড়া মরদেহের মাথা থেকে রক্তও ঝরছিল। ঘটনাস্থলে পড়ে ছিল ব্যবহৃত হাতুড়ি।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও হাতুড়িটি জব্দ করে। সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ রাতে থানা হেফাজতে নেওয়া হয়। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সেলিনার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ওই ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত মাদকাসক্ত সালেক পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মতিহার বার্তা ডট কম-০৮ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.