রাজশাহীতে চার দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

রাজশাহীতে চার দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:পুরাতন কারিকুলাম বহাল রাখাসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এ প্রতিবাদ করেন।শিক্ষার্থীদের দাবি গুলো হলো- পুরাতন কারিকুলাম বহাল রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং উপবৃত্তি দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃজনপূর্বক নার্সিং কলেজসমূহ পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কলেজের শিক্ষার্থী ছাড়াও রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মেহদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান, সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈশ ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম আশিক প্রমুখ।

মতিহার বার্তা ডট কম-০৯ জুলাই  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply