চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর থেকে ২৩৫ বোতল ফেনসিডিলসহ রায়হান আলী (২১) ও সাহেব (১৯) নামে দুই মাদক ব্যবসাীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডীপুর হাউসনগর এলাকার কামাল উদ্দিনের ছেলে রায়হান আলী (২১) ও শহরাতলার টুলু আলীর ছেলে সাহেব (১৯)।
মঙ্গলবার র্যাবের এক প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়,শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর পানখাকিপাড়া এলাকায় একটি নার্সারির পেছনে ২ যুবক মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল
সে এলাকয় অভিযান চালিয়ে ২৩৫ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে হাতেনাতে আটক করে।
এসময় ঘটনাস্থল থেকে একটি পালসার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও নগদ ১৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম-০৯ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.