এসএম বিশাল: রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের অফিস সহকারী রন্জু লাল সরকার (৩৮) অপহরণের শিকার হয়েছেন।
আজ শনিবার বেলা ১২টার দিকে নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড় থেকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়েগেছে দুর্বৃত্তরা বলে, অভিযোগ পাওয়া গেছে।
রন্জু লাল হবিগঞ্জ থানাধিন চৌধুরী বাজার এলাকার মন্জু লালের ছেলে। তিন বছর থেকে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত আছেন বলে জানা গেছে।
এ ঘটনায় রন্জু লালের স্ত্রী স্মৃতি রানী দাস বাদি হয়ে চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায়, অফিস থেকে পাসপোর্ট অফিসের কম্পিউটার অপারেটর মজিবর রহমান ও রন্জু পায়ে হেঁটে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিল।
এমন সময় পূর্ব পরিকল্পিত ভাবে পাওয়ার হাউস মোড়ে উৎপেতে থাকা সিলভার রঙের একটি মাইক্রোবাসের কাছে আসলে দুর্বৃত্তরা রন্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।
এরপর এক মিনিটের মধ্যেই মাইক্রোবাসটি নওদাপাড়ার দিকে পালিয়ে যায়। অপহরণের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটু দূরে থাকা একটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। তাতে কিছু বোঝা যাচ্ছে না। রন্জুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
মতিহার বার্তা ডট কম-১৩ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.