আন্তর্জাতিক ডেস্ক : ফের যোগীর রাজ্যে জয় শ্রীরাম ধ্বনির ভয়াল রূপের মুখোমুখি হল এক মুসলিম নাবালক৷ ১৬ বছরের মহম্মদ তাজ কানপুরে বররার বাসিন্দা৷ কিদওয়াই নগরে নমাজের পরে ফিরে আসার সময় তাকে কিছু অজ্ঞাত পরিচয় যুবক জয় শ্রীরাম উচ্চারণ করতে বাধ্য করে৷ তাজ তাদের কথা মানতে না চাইলে তার ওপর চড়াও হয়ে ওই যুবকরা তাকে মারধোর করে বলে জানা যায়৷
ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে আরও জানা গিয়েছে, বররার স্টেশন হাউস অফিসার সতীশ কুমার সিং জানিয়েছেন, তিন থেকে চারজন যুবক মোটরসাইকেলে এসে তাজের পথ আটকে দাঁড়ায়৷ বাড়ির কিছুটা দূরেই ছিল তাজ৷ মাথায় টুপি কেন পরেছেন তাজ এবং কেন সে জয় শ্রীরাম বলতে চাইছে না, তাই নিয়ে তার ওপর চড়াও হয়ে তারা৷
পিটিআই সংবাদ সংস্থাকে তাজ জানায়, ওই অজ্ঞাত পরিচয় যুবকরা তার মাথা থেকে টুপি খুলে নেয় এবং তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে৷ আর সেই সঙ্গে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করতে থাকে৷ তারা তাজকে এও বলে, তাজ যে টুপিটি পরেছে সেটি ওই এলাকায় পরার অনুমতি নেই৷
তাজ সে সময় সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলে, দুজন বিক্রেতা এসে তাকে উদ্ধার করে৷ আরও অনেকে তার চিৎকার শুনে এগিয়ে আসার সময় ওই যুবকরা পালিয়ে যায়৷ ইন্ডিয়ান পিনাল কোডে 153A ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সতীশ কুমার সিং জানান৷ নির্যাতিতের সঙ্গে কথা বলে অভিযুক্তদের চিহ্নিতের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে৷
মতিহার বার্তা ডট কম ১৫ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.