মতিহার বার্তা ডেস্ক : কাজ পাইয়ে দেওয়ার অছিলায় ৩০ বছরের বিবাহিত মহিলাকে বাড়িতে ডেকেছিলেন দুর্গেশ গৌতম নামের এক ব্যক্তি। তার পর বন্ধুদের নিয়ে ওই মহিলাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। শুক্রবার বিকালের ঘটনা। অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার প্রেমনগর এলাকায়।
পুলিশে অভিযোগ করার সময় ওই মহিলা জানিয়েছেন, হস্টেল ওয়ার্ডেন পোস্টের জন্য পদ খালি আছে বলে তাঁকে জানায় দুর্গেশ। ফোনে হওয়া কথা মতো শুক্রবার তাঁকে দেখা করতে বলে ওই অভিযুক্ত। সেই মতো তিনি গত শুক্রবার বিকেলে দুর্গেশের বাড়ি যান। তার পরই দুর্গেশ-সহ পাঁচজন তাঁর উপর অত্যাচার চালায় বলে জানিয়েছেন তিনি।
এরপরই শনিবার কোটা-উদয়পুর হাইওয়ে থেকে শনিবার ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রবি, যোগেশ, শিবশঙ্কর হল স্বামী মাধোপুর এলাকার বাসিন্দা। বিক্রম গঙ্গাপুর শহরের বাসিন্দা। তবে ঘটনার মূল অভিযুক্ত দুর্গেশ ধরা পড়ে রবিবার। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা ও বয়ানও নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিজয় শঙ্কর শর্মা নামের এক পুলিশ অফিসার।
মতিহার বার্তা ডট কম ১৫ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.