নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে শত বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকালে রাজশাহী কোর্ট কলেজ বৃক্ষ রোপণ কর্মসূচীর পূর্বে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কর্মসূচির উদ্বোধন করেন, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি, লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির।
কর্মসূচিতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নিমূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরী শম্পা, সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, নির্বাহী সদস্য ড. সুজিত সরকার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নিমূল কমিটি রাজশাহী নগরের সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন, জেলার সভাপতি মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজমুল ইসলাম ফটিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান।
নিমূল কমিটি রাজশাহী নগরের সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী মনিরুজ্জামান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিমূল কমিটি জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার।
সভা শেষে কলেজ চত্বরে মেহগনি, নারিকেল, বট ও আমড়াসহ বিভিন্ন জাতের ১০০ টি গাছের চারা রোপণ করা হয়। রোপণ করেন একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি, লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মতিহার বার্তা ডট কম-১৫ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.