রাজশাহী তাহেরপুর পৌর মেয়রের বাঁধের কারণে ভাসছে রসুলপুরবাসী

রাজশাহী তাহেরপুর পৌর মেয়রের বাঁধের কারণে ভাসছে রসুলপুরবাসী

বাগমারা প্রতিনিধি : বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়রের ব্যক্তিগত পুকুরের পারের ফলে পানি নিষ্কাসনের পথ রোধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে রসুলপুর মহল্লার মেয়র সাহেবের পাশের গ্রামে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ফলে স্থানীয়দের নানান সমস্যার সম্মুখিন হতে হচ্ছ রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারনে বাসা থেকে বের হতে গেলে এক হাটু পানি পাড়ি দিতে হচ্ছে রসুলপুর গ্রামবাসীর।

আজ মঙ্গলবার সকালে সরেজমি পরিদর্শনে গিয়ে দেখা যায়, রসুলপুর মহল্লার সড়কে নদীর মতো পানি জমে আছে। এছাড়া সড়কের ধারের বাড়ি গুলোর অধিকাংশের পানি ঢুকে আছে।

এসময় মহল্লা বাসী, বলেন, মেয়রের বাসার পাশে সরুপবিলের পুকুরের বাঁধের কারনে পানি বিলে নামতে পারছে না। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । তার ব্যক্তি স্বার্থে আমাদের কষ্ট করতে হচ্ছে। মেয়র সাহেব যদি ঠিকমত ড্রেন নির্মাণ করে তালে আর এই জলাবদ্ধার সৃষ্টি হতো না।

মতিহার বার্তা ডট কম  ১৭  জুলাই ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply