নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে দুইদিন ব্যাপি “ম্যানুফ্যাকচারিং অব হারবাল বিউটি প্রোডাকস” এর উপর প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চাইল্ড এ্যাসিসট্যান্স’র আয়োজনে এবং পিআরআইএসএম এর সহযোগীতায় এই কর্মশালা সম্পন্ন হয়।
কর্মশালা শেষে নগরীর ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চাইল্ড এ্যাসিসট্যান্স এর ট্রেনিং হলে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান।
সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চাইল্ড এ্যাসিসট্যান্স (এফডাব্লিউসিএ)’র সভাপতি শাহীন আকতার রেণী।
সংস্থার নির্বাহী পরিচালক ওয়াহিদা খানমের সঞ্চালনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাস্টার ট্রেইনার হারবাল বিউটি প্রোডাকস এক্সপার্ট শাহীনা আরফিন মৌসুমী প্রমূখ।
দুইদিনের প্রশিক্ষনে রাজশাহীর ৪০জন মহিলা ক্ষুদ্র উদ্যোক্ত প্রশিক্ষন গ্রহন করেন।
মতিহার বার্তা ডট কম ১৭ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.