রাজশাহী বাগমারায় দুটি বিলে মুখের বাঁধ খুলে দিলেন নির্বাহী অফিসার

রাজশাহী বাগমারায় দুটি বিলে মুখের বাঁধ খুলে দিলেন নির্বাহী অফিসার

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা সব কয়টি ইউনিয়নের প্রায় সব বড় বড় বিলে কৃত্রিম বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। আর এর পিছনে রয়েছে প্রভাব শালী ব্যাক্তিরা বিলের মুখ উন্মুক্ত করা জন্য অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম। এই অভিযানকে স্বাগত জানায় উপজেলা বাসি।

আজ সমবার এগারোটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুইটি বিলের বাধা মুক্ত করে দেন নির্বাহী অফিসার জাকিউল ইসলাম। নরদাশ ইউনিয়নের বেনীপুর গ্রামের ব্রিজের নিচে ইট সিমেন্ট রড দিয়ে প্লাষ্টার করে বন্ধ করে দেয়া ছিলো ও বেনিপুরের শেষ জয়পুরের গ্রাম শুরু এই ব্রিজের নিচে মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন আজ এই দুটি ব্রিজের মুখ খুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

সেই সাথে বিলে বানা কেটে জাল দিয়ে ঘিরে মাছ চাষের পরামর্শ দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার সেই সাথে সাংবাদিকদের জানান এই অভিযানটি চলমান থাকিবে বাগমারা উপজেলা সব কয়টি বিলের ব্রিজ কালভাট মুক্ত করে দেওয়া হবে।

মতিহার বার্তা ডট কম – ২২  জুলাই  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply