বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকার ভাই-বোনসহ চার মাদক ব্যবসায়ীর এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন, মাদক ব্যবসায়ী তাহেরপুর পৌরসভার চোকিরপাড় মহল্লার মৃত শমসের এর মেয়ে কোহিনুর বেগম (৫৫), তার ভাই সাদেক আলী (৩০), আজের মন্ডলের ছেলে হাসান আলী (২৮) ও মৃত মজিবুর রহমান এর ছেলে মমিনুল হক শেখ ওরফে বাবু শেখ। কারাদন্ড প্রাপ্তদের বাগমারা থানায় সৌর্পদ করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।
তাহেরপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার দুপুরে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাহেরপুর পৌরসভার চোকিরপাড় এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে মাদক দ্রব্যসহ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আটককৃতরা ভ্রাম্যমান আদালতে মাদক বিক্রির বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা প্রাপ্তদের বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভ্রাম্যমান আদালতের এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে আদালতে স্বীকার করে। আদালতে নিজেদের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা তাহেরপুর পৌর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে বাগমারা থানার পুলিশ জানায়।
এ বিষয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, নারীসহ চার মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে এক বছর করে কারাদন্ড দেয়ার পর তাদেরকে বাগমারা থানায় নেয়া হয়েছে। বুধবার (আজ) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।
মতিহার বার্তা ডট কম – ২৩ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.