নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে নগরীর বিনোদপুর সাইন্সল্যাব গেট সাবেক র্যাব অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী পলিটেকনিক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শিহাব উদ্দীন অনিক (২৩) ও বরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা নুর ইসলাম অভি (২২)।
গ্রেফতারকৃত অনিক নগরীর চন্ডিপুর এলাকার বাবর উদ্দীন শেখের ছেলে। আর অভি নগরীর ভাটাপাড়া মিঠুর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান হাফিজ বলেন, গ্রেফতারকৃত অনিক ও অভি তারা দুইজন মোটরসাইকেল যোগে শহরের দিকে আসছিল।
পথিমধ্যে বিনোদপুর এলাকার পুরাতন র্যাব অফিসের সামনে পুলিশ চেক পোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাছাই করা হয়। এ সময় তাদের দুইজনের আচরণ সন্দেহজনক হলে দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৪০ পিস ইয়াবা উদ্ধার যায়। পরে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
মতিহার বার্তা ডট কম ২৪ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.