মতিহার বার্তা ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে এক প্রেমিক যুগলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদেরকে বহনকারী সিএনিজি চালককেও পুলিশে দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাত্রখোলা চা বাগানে ঘুরতে আসেন সিলেটের ওসমানীনগর থানার হাবিবুর রহমান (২২) এবং তার প্রেমিকা (১৭)। এ সময় স্থানীয়রা তাদের ছেলেধরা সন্দেহে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।
কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জাগো নিউজে জানান, তারা সেখানে ঘুরতে এসেছিল। তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমরা তাদের থানায় নিরাপদ হেফাজতে রেখেছি। একটু পরে ছেড়ে দেয়া হবে।
তিনি আরও জানান, সময়মতো পুলিশ না গেলে খারাপ কিছু হতে পারত। ছেলেধরা একটি মিথ্যা গুজব। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মতিহার বার্তা ডট কম – ২৫ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.