এসএম বিশাল: রাজশাহী নগরীতে দৈনিক বরেন্দ্র প্রতিদিন পত্রিকার সম্পাদকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বোয়ালিয়া থানাধীন নগরীর শিরোইল মাস্টারপাড়া এলাকায় সম্পাদকের ভাড়া বাড়ির জানালার গ্রিল কেটে চোরেরা নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় সম্পাদক মরহুম শাহীন আক্তারের স্ত্রী শানু আক্তার বোয়ালিয়া মডেল থানায় গতকাল বিকালে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে চোরেরা সম্পাদক শাহীর আক্তারের বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির সদস্যরা বাইরে ছিলেন। এই সুযোগে চোরেরা বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরে বাসায় ফিরে চুরির বিষয়টি টের পান শানু আক্তার।
চুরির বিষয়টি স্বীকার করে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন বর্মন বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিতে তৎপরতা শুরু করেছে।
মতিহার বার্তা ডট কম ২৬ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.