নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ শরিফুল ইসলাম ওরফে আপেল (৩৫) নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ শনিবার বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মোল্লা পাড়া এলাকায় অভিযান চালায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল।
এ সময় তার নিকট থেকে ১৬৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করে র্যাব।
আটককৃত মোঃ শরিফুল ইসলাম ওরফে আপেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধিন বাগডাঙ্গা সুন্দরপুর গ্রামের মোঃ তোবজুল হোসেনের ছেলে।
র্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর মোডেল চাঁপাইনবাবগঞ্জ থানায় মাদ্রকদ্রব্য ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা রুজু করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম – ২৭ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.