নাটোর প্রতিনিধি: নাটোরের হালতি বিলে নৌকা থেকে পড়ে যাওয়া এক শিক্ষিকাকে তুলতে গিয়ে অপর শিক্ষক নিখোঁজ রয়েছেন। শনিবার বিকেল ৪টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষক রাজশাহী সদরের মেহেরচন্ডি পূর্বপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোখলেসুর রহমান পলাশ। তিনি রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ফিন্যান্সের শিক্ষক ছিলেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শনিবার দুপুরে নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদল ছাত্র-শিক্ষক নাটোরের নলডাঙ্গার হালতি বিল ভ্রমণে আসেন।
বিকেলে তারা নৌকাযোগে হালতি বিল ঘুরে দেখার সময় প্রবল স্রোতে নৌকার কিনারে বসে থাকা শিক্ষিকা প্রাপ্তি সাহা পড়ে যান। এ সময় তাকে খুঁজতে স্থানীয়দের সঙ্গে নেমে পড়েন প্রতিষ্ঠানটির শিক্ষক মোখলেসুর রহমান।
পরে স্থানীয়দের চেষ্টায় প্রাপ্তি সাহাকে পানি থেকে তোলা হলেও শিক্ষক মোখলেসুর রহমান নিখোঁজ হন।
তাকে উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এসএম লতিফুল বারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল উদ্ধার অভিযানে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়নি।
মতিহার বার্তা ডট কম ২৮ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.