ডেঙ্গু সচেতনতায় ইবি ছাত্র মৈত্রীর লিফলেট বিতরণ

ডেঙ্গু সচেতনতায় ইবি ছাত্র মৈত্রীর লিফলেট বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্র মৈত্রী। সোমবার দুপুরে দলীয় টেন্ট থেকে এই কার্যক্রম শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠন সূত্রে জানা যায়, ‘সচেতন হই; জীবন বাঁচাই’ শ্লোগানে লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন ইবি শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্ত্বরে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ইবি শাখার সহ-সভাপতি আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আখতার হোসেন আজাদ, শেখ রাসেল হলের সভাপতি আশিকুর রহমানসহ অন্য সদস্যরা।

লিফলেটে ডেঙ্গুর সাধারণ লক্ষণসমূহ ও আক্রান্ত হওয়ার পর করণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়।

কর্মসূচি নিয়ে শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, ‘বিশ^বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যেন ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জনসচেতন থাকতে পারে এবং তাদের পরিবারকেও যেন ডেঙ্গুর ভয়াবহতা ও করণীয় সম্পর্কে বার্তা দিতে পারে সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ।’

মতিহার বার্তা ডট কম – ২৯  জুলাই  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply