ক্রীড়া ডেক্স: হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। এমন ম্যাচে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। টসভাগ্য সহায় না হওয়ায় প্রথমে ফিল্ডিং পেয়েছে টাইগাররা। তবে ফিল্ডিংয়ে লঙ্কানদের চেপে ধরেছে তামিম ইকবালের দল।
প্রথম ৫ ওভারে মাত্র ১৩ রান দিয়েছে বাংলাদেশ। তুলে নিয়েছে একটি উইকেটও। ইনিংসের পঞ্চম ওভারে আঘাত হেনেছেন পেসার শফিউল ইসলাম। আভিশকা ফার্নান্ডোকে ৬ রানেই এলডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫.৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৪ রান। দিমুথ করুনারত্নে ৭ এবং কুশল পেরেরা শূন্য রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
মতিহার বার্তা ডট কম ৩১ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.