তানোর প্রতিনিধি:তানোর উপজেলায় ইয়াবা ও ফেন্সিডিল দুষ্প্রাপ্য হওয়ায় মাদক সেবীরা আসক্ত হচ্ছে বিকল্প নেশায়। কিশোর ও যুবকরা এসব নেশার দিকে বেশি ঝুঁকছে। তারা ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করছে ব্যথানাশক ট্যাবলেট। আর এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ফার্মেসী মালিকরা চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই এসব দেদারছে বিক্রি করছে।
এদিকে বিভিন্ন কৌশলে মাদকসেবীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে লাভবান হচ্ছেন ফার্মেসীর মালিকরা। এসব হাতের নাগালে পাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই নেশায় আসক্ত হয়ে পড়ছেন। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অনুসন্ধানে জানা গেছে, মানুষের রোগ-ব্যাধি নিরাময়ের ওষুধ এখন নেশার কাজে ব্যবহার করছেন মাদক সেবীরা।
থানা পুলিশের ওসি (তদন্ত) রাকিব হাসান বলেন, মাদকসেবীরা পুলিশের মাদকবিরোধী অভিযান ও ধড়পাকড় থেকে বাঁচতে ইয়াবা এবং হেরোইনের বিকল্প হিসেবে ওষুধের দোকান থেকে ব্যবস্থাপত্র ছাড়াই ওইসব ট্যাবলেট সংগ্রহ করে থাকে। ইতোমধ্যে ওষুধের দোকানগুলোতে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ দিতে নিষেধ করা হয়েছে। এ নিয়ে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, মাদক নিয়ে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে আছে। মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে। তবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
মতিহার বার্তা ডট কম ০৩ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.