নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে নগরীর মির্জাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- নগরীর লক্ষিপুর ঝাওতলা এলাকার খাইরুল ইসলামের ছেলে নুর হাসান শান্ত (২১) তিনি রাজধানীর ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বিবিএ ২য় বর্ষের ছাত্র।
অপর জন হলেন, নগরীর আমবাগান বর্ণালী এলাকার আনিছুর রহমানের ছেলে কাফি রহমান (২২)। তিনি বাংলাদেশ পলেটেকনিক ইন্সিটিউটটের ৩য় সেমিস্টারের সিভিল বিভাগের ছাত্র।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানায়, নাটোর জেলার ছাব্বির রহমান নামের এক শিক্ষার্থী মন্ডলের মোড় দিয়ে ছাত্রাবাসে যাওয়ার সময় শান্ত ও কাফি নামের দুই শিক্ষার্থী গলায় চাকু ধরে মোবাইল ফোন ও নগদ টাকা ও ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে স্থানীয়রা আটককৃতদের পুলিশের হাতে সোর্পদ করে।
তিনি আরো বলেন, এ বিষয়ে আজ রবিবার সকালে মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। মামলা নং – ১০, তাং -০৪-০৮-২০১৯।
মতিহার বার্তা ডট কম – ০৪ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.