ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে রাজশাহী জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স

ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে রাজশাহী জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিছন্নতা বজায় রাকার জন্য গন সচেতনতামূলক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে তিনটা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুম থেকে রাজশাহীর প্রতিটি উপজেলায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান,ঘর-বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান,হাট-বাজারসহ অফিস আদালতের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষক,জন প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, স্কাউট সদস্যদের নিয়ে এ দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছায় এগিয়ে আসার আহবান জানানো হয়।

আগামী ৬ জুলাই প্রতিটি উপজেলায় স্ব-স্ব প্রতিষ্ঠানে একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে। নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সজাগ থাকার জন্য ভিডিও কনফারেন্স থেকে আহবান জানানা হয়।

এ বিষয়ে প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার, প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ নজরদারী বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। এ সময় উপজেলা হল রুমে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার,উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম,

ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতিহার বার্তা ডট কম – ০৪  আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply