আন্তর্জাতিক ডেস্ক : এমন কর্মনিষ্ঠ সহকর্মীকে হারানো অপূরণীয় ক্ষতিই বটে। প্রিয় সাথীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে তাই আবেগ সামলাতে পারলেন না প্রধানমন্ত্রী। ক্যামেরায় ধরা পড়ল সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানাতে গিযে প্রধানমন্ত্রীর চোখের পাতা ভিজে উঠেছে।
প্রাক্তন বিদেশমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক পথচলা দীর্ঘদিনের। মোদী জমানার প্রথম দফায় বিদেশমন্ত্রীর কর্মদক্ষতা প্রশংসায় মুখর হয়েছেন সকলে। অতীতে বাজপেয়ী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী সুষমা মোদী সরকারের প্রথম দফায় বিদেশ মন্ত্রকের দায়িত্ব নিয়েই ঢেলে সাজান তাঁর দফতরকে। ক্রমে শারীরিক অসুবিধে বাড়তে থাকায় নিজেকে সরিয়ে নেন সুষমা। তবে সরকারের প্রতিটি পদক্ষেপকে সার্বিক সমর্থন জানাতে ভোলেননি সুষমা। এমনকী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও কাশ্মীর পুনর্গঠন বিলকে সমর্থন জানিয়ে ট্যুইট করেন সুষমা। লেখেন, ‘‘এই দিনটা দেখার জন্যে অপেক্ষা করেছি আজীবন’’। তার কিছুক্ষণ পরেই খবর আসে তাঁর মৃত্যুর।মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এমসে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৬৭ বছর।
এদিন তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে হাজির হন বহু বিশিষ্টজন।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মনমোহন সিংহ, সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধী-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব পুষ্পস্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। এখানেই প্রাক্তন বিদেশমন্ত্রীর মরদেহতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, সুষমা স্বরাজের মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে ট্যুইটও করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘‘সুষমা স্বরাজ দুর্দান্ত বক্তা ও অসাধারণ সাংসদ ছিলেন। দল নির্বিশেষে তাঁর গ্রহণযোগ্যতা ছিল।’’ এদিন প্রধানমন্ত্রী সুষমার পরিবারের লোককে সমবেদনাও জানান। এই মুহূর্তে বিজেপির সদর দফতরে শায়িত রয়েছে সুষমার দেহ। দুপুর তিনটে পর্যন্ত দলীয় কর্মীরা এখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
মতিহার বার্তা ডট কম ০৭ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.