মতিহার বার্তা ডেস্ক: শেরপুরের নকলা উপজেলায় পাওনা টাকা নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় আ. জলিল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার চরমধুয়া নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চরমধূয়া গ্রামের মোশারফ হোসেনের সঙ্গে শ্রমের মজুরি টাকা নিয়ে প্রতিবেশী আ. আব্দুল জলিলের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মোশারফ উত্তেজিত হয়ে মারধর শুরু করলে আ. জলিল দৌড়ে তার ভাতিজা হাকিম মিয়ার ঘরের চৌকির নিচে আত্মরক্ষার জন্য আশ্রয় নেয়।
পরে মোশারফ সেখান গিয়ে টেনে বের করে গলা চেপে ধরে জলিলকে হত্যা করে।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতিহার বার্তা ডট কম – ১৫ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.