নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ডে ফলাফল চ্যালেঞ্জ করে ফেল করা ৬৬ জন এইচএসসি পরীক্ষার্থী পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন। শুক্রবার ওয়েবসাইটে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ বোর্ড।
এর আগে গত ১৭ জুলাই এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৫১ হাজার ১৩৪ জন। ৭৬ দশমিক ৩৮ শতাংশ হারে পাস করেছে এক লাখ ১৩ হাজার ৫৫০জন।
জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭২৯ জন। এ বছর ৮১ দশমিক ২১ শতাংশ মেয়ে এবং ৭২ দশমিক ৩২ শতাংশ ছেলে পাস করেছে।
এদিকে ফল প্রকাশের পরদিন ১৮ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা নেয় বোর্ড। ওই সময়ের মধ্যে ৩৫ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন আসে।
এ বছর সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ইংরেজির দুই বিষয়ে। এর মধ্যে ইংরেজি প্রথমপত্রে ৫ হাজার ২৬২টি এবং ইংরেজি দ্বিতীয়পত্রে ৪ হাজার ৬২২টি।
মতিহার বার্তা ডট কম ১৭ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.