গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে নিজ দোকানে বিদ্যুতের তারে জড়িয়ে জসিম (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জসিম উপজেলার মোহাম্মদপুর জৈটাবটতলা গ্রামের হযরত আলীর ছেলে। সে চলতি বছর গোদাগাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে।
স্থানীয়রা জানান, রবিবার ৫টার দিকে নিজ দোকানে বিদ্যুতের কাজ করছিলো। মেঝেতে পানি ছিলো কিন্তু সে তা খেয়াল করেনি। এক পর্যায়ে পানির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিহার বার্তা ডট কম ১৯ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.