বিনোদন ডেস্ক- সানি লিওনকে এবার দেখা যাবে বাংলাদেশি ছবির আইটেম গানে।ছবির নাম ‘বিক্ষোভ’। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবির পরিচালক ‘বসগিরি’ খ্যাত নির্মাতা শামীম আহমেদ রনি।
গনমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং ‘বিক্ষোভ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি।
বর্তমানে সেলিম খান ও শামীম আহমেদ রনি দুজন আছেন মুম্বাই। সেখান থেকে তারা জানিয়েছেন, আজ (সোমবার) সানি লিওনের সঙ্গে মিটিং করেছেন। নির্মাতা রনি জানান, বিক্ষোভ এর আইটেম গানে সানি লিওন থাকবেন এটি নিশ্চিত।
এদিকে রনি আগেই জানিয়ে ছিলেন যে, ‘বিক্ষোভ’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তী। তার বিপরীতে কে থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী সেপ্টেম্বর মাসেই ‘বিক্ষোভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে বলেও জানান রনি। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।
শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
মতিহার বার্তা ডট কম – ১৯ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.