শিরোনাম :
রাজশাহী গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ মান্নান (৫০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে জেলার গোদাগাড়ী থানাধীন গড়ের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল মান্নান গোদাগাড়ী থানাধীন সিএনবি গড়ের মাঠ এলাকার মুনছুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ২০ আগস্ট মঙ্গলবার ভোর ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গড়ের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান (৫০) কে ৩০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য প্রায় ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা।

উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বিকার করেছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হযেছে বলেও র‌্যাব জানায়।

মতিহার বার্তা ডট কম  ২০ আগস্ট  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply