শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
অপহরণ নয়, প্রেমের টানে প্রেমিকের সঙ্গে পালিয়েছিল স্কুলছাত্রী : পুলিশ সুপার

অপহরণ নয়, প্রেমের টানে প্রেমিকের সঙ্গে পালিয়েছিল স্কুলছাত্রী : পুলিশ সুপার

নিজেস্ব প্রতিবেদক : মোবাইল ফোনে ছেলে টুটুলকে ডেকে মোটরসাইকেলে উঠে পালালো শ্রীমতি কিশোরী সাথী। শ্রীমতি সাথী কুমারীর সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্ক টুটুলের। সাথীর বাবা-মা সেই সম্পর্ক মানতে নারাজ। তাই ঠিক করেছে বিয়ে। মাত্র এক সপ্তাহ আগে আর্শিবাদও সম্পন্ন হয়ে অন্য ছেলে সঙ্গে। আর বিয়ে ১০ সেপ্টেম্বর। এই ঘটনায় সাথীর বাবা শ্রী আনন্দ অপহরণ মামলা করেছে ছেলে টুটুলসহ তিনজনের বিরুদ্ধে।

মেয়ের বাবা-মায়ের দাবি ছেলে টুটুল অস্ত্র দেখিয়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। পুলিশ বলছে, মেয়ে নিজের ইচ্ছায় গেছে। বাবা-মায়ের সব অভিযোগ মিথ্যা।

এর আগে গত সোমবার (১৯ আগস্ট) বিকেলে রাজশাহীতে দূর্গাপুর উপজেলায় কয়ামাজমপুর গ্রাম থেকে অস্ত্রের মুখে মায়ের সামনে থেকে কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা বলেন, রাতে উপজেলার পুরানতাহেরপুর উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় মেয়ের বাবা আনন্দ মামলা করেন। তিনি বলেন, ওই কিশোরী দশম শ্রেনীর ছাত্রী। এছাড়া টুটুলের সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্ক ছিলো তার। ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেফতারে অভিযান চালছে।

মঙ্গলবার দুপুরের পর এনিয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। মেয়েটি পুলিশ হেফাজতেই আছে। আদালতে এনিয়ে তার জবানবন্দি দেবার কথা।
তিনি আরো বলেন, ওই তরুণীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেয়া তথ্য যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় জড়িতদের কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে, কায়ামাজমপুর গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দারাও জানিয়েছেন ওই তরুণীর সাথে টুটুলের প্রেমের সম্পর্কের কথা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীও পুলিশকে জানিয়েছে এমন তথ্য। অপহরণ নয়, সে স্বেচ্ছায় প্রেমিকের সাথে ঘর ছাড়ার কথাও জানিয়েছে পুলিশকে।
মামলার তদন্ত সংশ্লিষ্টরা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় অপহরণ মামলা হওয়ায় ওই তরুণী আদালতে কী বয়ান দিচ্ছে তার উপর গুরুত্ব দিচ্ছেন পুলিশ কর্তারা।

মতিহার বার্তা ডট কম – ২০  আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply