শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
প্রতিনিয়তই পানি বৃদ্ধিতে ফেঁপে উঠছে রাজশাহীর পদ্মা

প্রতিনিয়তই পানি বৃদ্ধিতে ফেঁপে উঠছে রাজশাহীর পদ্মা

নিজস্ব প্রতিবেদক : উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে রাজশাহীর পদ্মা নদীর পানি। প্রতিনিয়তই পানি বৃদ্ধিতে ফেঁপে উঠছে পদ্মা। গত ২৪ ঘণ্টায় (শনি ও রোববার) পদ্মায় পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। তবে গতকাল বেলা ১২টার পর্যন্ত পদ্মা পানি ছিলো ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। আরো দুই-তিন দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে দ্রুত পানি নামলে বাঁধের ক্ষতি হতে পরে।

শহররক্ষা বাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, নদীতে তীব্র স্রােত বইছে। নগরীর বুলনপুর থেকে নবগঙ্গা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে থাকা শহররক্ষা বাঁধ ছুঁয়েছে পদ্মার পানি। এভাবে পানি বাড়তে থাকায় শহররক্ষা বাঁধ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানায়, গতকাল সোমবার বেলা ১২টায় পদ্মা পানি ছিলো ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। গত রোববার সকাল ৬টায় পদ্মায় পানি ছিল ১৬ দশমিক ৬০ সেন্টিমিটার ও বিকেলে ছয়টায় ছিল ১৬ দশমিক ৬৬ সেন্টিমিটার। গত শনিবার সকালে ছিল ১৬ দশমিক ৪১ ও সন্ধ্যায় ছিল ১৬ দশমিক ৫০ সেন্টিমিটার।

অন্যদিকে, রাজশাহীতে পদ্মার বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। অর্থাৎ বর্তমানে বিপদসীমার মাত্র ১ দশমিক ৮৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা।

এনামুল হক জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজশাহীতে পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৯ মিটার। উজান থেকে নেমে আসা ঢল ও বিলম্বিত বৃষ্টিপাত অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত পানি বাড়তেই থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গেল ১৭ বছরে রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমা (১৮ দশমিক ৫০) অতিক্রম করেছে মাত্র দুইবার। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৮ বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। কেবল ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিল ১৮ দশমিক ৮৫ মিটার। এরপর ২০১৩ সালের ৭ রসপ্টেম্বর রাজশাহীতে পদ্মা বিপদসীমা অতিক্রম করেছিল। ওই বছর পদ্মার উচ্চতা দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৭০ মিটার। এরপর পানি বাড়লেও আর এই ররকর্ড ভাঙেনি বলেও উল্লেখ করেন পাউবোর এই গেজ রিডার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবে) নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বলেন, রাজশাহীতে পদ্মার বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার। আর শহররক্ষা বাঁধের উচ্চতা ১৯ দশমিক ৬৭ মিটার। তিনি আরো বলেন, পানি কয়েকদিন থেকে বাড়ছে। এতে সমস্যা নেই। যদি প্রতিবেশী দেশ থেকে হঠাৎ পানি আসা বন্ধ হলে আমাদের শহর রক্ষাবাঁধের ক্ষতি হতে পরে। তাই পদ্মার পানি বাড়লেও বাঁধ নিয়ে নগরবাসীর এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

মতিহার বার্তা ডট কম  ২৬ আগস্ট  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply