নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মোটরসাইকেল দুঘর্টনায় আহত স্কুল শিক্ষার্থী নাঈম মারা গেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারাযান তিনি ।
নাঈম রাজশাহী নগরীর উপকন্ঠ কাটাখালি থানাধীন মাসকাটাদিঘী এলাকার শহীদুলের ছেলে। সে মাসকাটাদিঘী আলো আশা স্কুলের শিক্ষার্থী ছিলেন।
নাঈমের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট (শুক্রবার) নগরীর নওদাপাড়া পোস্টাল একাডেমীর সামনে মোটরসাইকেল ও রিকশার সাথে সংঘর্ষ হয়। এতে নাঈমের মাথায় ও শরীরে ব্যাপক আঘাত লাগে।
এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে, ওই দিনই আইসিইউতে শিফট করা হয় তাকে। সেখানে ৫দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ বুধবার দুপুরে আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন নাঈম।
মতিহার বার্তা ডট কম ২৮ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.