মতিহার বার্তা ডেস্ক: বেনাপোলের বালুন্ডা সীমান্ত থেকে ৬ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন, বালুন্ডা দক্ষিণপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে হাসান আলী (৩৫) ও তার স্ত্রী তানজিলা খাতুন (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত পথে ইয়াবার একটি বড় চালান পাচার হয়ে যশোর যাচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা হাসান আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪শ’ পিস ইয়াবা সহ দম্পতিকে আটক করে । ট্যাবলেটের মূল্য ৩৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে আগামী কাল।
মতিহার বার্তা ডট কম ২৮ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.