আন্তর্জাতিক ডেস্ক: রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আপন খেয়ালে নির্দিষ্ট লেন ধরে যাচ্ছেন তিনি। তার সামনে একটি গাড়ি যাচ্ছে। কিন্তু গাড়ি যেতে যেতে মাঝেমধ্যেই কোনও কারণ ছাড়া গতি কমিয়ে দিচ্ছে।
ফলে বাইক চালাতে সমস্যায় পড়ছেন তিনি। যেতে যখন বেশ কয়েক বার এই ঘটনা ঘটল। বিরক্ত হয়ে ওই বাইক চালক ‘প্রতিশোধ’ নিতে উদ্যত হলেন। কী করলেন তিনি? নিজের বাইকের সামনে থাকা ডিম ও টম্যাটো ছুড়তে লাগলেন সামনের গাড়িটি থেমে গেলেই। ‘ক্ষেপণাস্ত্র’-এর হাত থেকে বাঁচতে জোরে চালিয়ে চলে গেল সামনের গাড়িটি।
সম্প্রতি পর্তুগালের বাইক চালকদের অকটি ফেসবুক গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিয়ো। রাস্তার অবাধ্য গাড়িকে জব্দ করতেই এই অভিনব পন্থা বলে দাবি করা হয়েছে ওই পোস্টে।
সেখানে বলা হয়েছে, বাইকের সামনে ঝুড়ি লাগিয়ে, তাতে নাকি ডিম ও টম্যাটো নিয়ে ঘোরেন ওই ব্যক্তি।
মতিহার বার্তা ডট কম ৩০ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.