মতিহার বার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারবালার ঘটনার পুনরাবৃত্তি যেন পঁচাত্তরের ১৫ আগস্টে ৩২ নম্বরে (ধানমন্ডির ৩২ নম্বর) ঘটল। সে দিন ভাগ্যক্রমে আমরা দুই বোন বেঁচে যাই।
শেখ হাসিনা বলেন, ৫ আগস্টে কেবল একটি পরিবারকে হত্যা নয়, দেশের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়। বাংলাদেশ সৃষ্টিতে যার অবদান, ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর যে অবদান তা মুছে দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী, তখন একটি মাত্র টেলিভিশন (বিটিভি) ছিল। সেই বিটিভিতেও একবারও বঙ্গবন্ধুর নামটি আসেনি। একেবারে ইতিহাস থেকেই মুছে ফেলার অপচেষ্টা করা হয়।
তিনি বলেন, ১৯৭৫ সালের পর যারাই ক্ষমতায় এলো, সবাই ১৫ আগস্টের খুনিদের মদদ দিল। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে খুনিদের দূতাবাসে চাকরি দিয়েছিলেন। খালেদা জিয়াও তাদের পুনর্বাসন করেছেন। এরশাদও খুনিদের মদদ দিয়েছে পুরস্কৃত করেছেন। সুত্র: দৈনিক: অধিকার
মতিহার বার্তা ডট কম ২৯ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.